ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৫১

ঊর্ধ্বমুখি সবজি-মসলার বাজার  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৩ ২১ জুলাই ২০১৯  

বাজারে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মসলা। ঈদুল আজহা আসতে তিন সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে দাম চড়া মসলার বাজারে।

 ক্রমে বেড়েছে এলাচি, দারুচিনি, চিকন জিরাসহ বেশ কিছু মসলার দাম। প্রতিকেজি মসলায় দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। আমদানিকারক ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ছোট এলাচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ২৪০ টাকায় যা কয়েকদিন আগে দাম ছিল ১ হাজার ৮০০ টাকা।

রাজধানীর বাজারে প্রতিকেজি এলাচ বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ২৮০০ টাকা কেজি দরে, জয়ত্রী ২৫০০ থেকে ২৬০০ টাকায়, লবঙ্গ ৮৫০ টাকায়, গোল মরিচ ৫৮০ থেকে ৬০০ টাকায়, জিরা ৩৫০ থেকে ৪০০ টাকায়, দারুচিনি ৪৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে দেশি রসুন ১৭০ টাকা, ভারতীয় ১৯০ টাকা, আদা ১৬০ থেকে ১৮০ টাকা, পিঁয়াজ দেশি ৪৫ থেকে ৫০ টাকা, ভারতীয় ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
 
বাজারে সবজির দাম কমার পরিবর্তে  বেড়েই চলেছে।বিক্রেতারা বলছেন, উত্তরাঞ্চলে বন্যার কারণে পাইকারি বাজারে সরবরাহ কম, তাই বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।
 
কাঁচামরিচের ঝাঁজ বেড়ে বিক্রি হচ্ছে দু'শ টাকায়। সবজির বাড়তি দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।